“ট্রেইন ইউর মাইন্ড উইথ পজিটিভ এটিটিউট”- এই শ্লোগান নিয়ে বাংলাদেশের সকল জেলার কোয়ালিফাইড কারাতে শিক্ষকদের নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ কারাতে টিচার্স এসোসিয়েশন, বিকেটিএ।
বাংলাদেশের সকল জেলার কারাতে শিক্ষকদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন, অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিক্ষকদের সহযোগিতা প্রদান সেই সাথে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে যথাযথ মর্যাদায় সকল কারাতে শিক্ষকদের এক কাতারে সমবেত করতে বাংলাদেশ কারাতে টিচার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে৷
চলতি বছরের ৩০ জানুয়ারী বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক কৈ শ্য হ্লা ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন পূর্বক ঘোষনা করেন।
উক্ত কমিটি প্রসঙ্গে ফেডারেশন সাধারণ সম্পাদক কৈ শ্য হ্লা বলেন, যোগ্যতার ভিত্তিতে চট্টগ্রাম হতে সেনসী এ বি রনি’কে সভাপতি নির্বাচিত করা হয়েছে৷ শুধু কারাতে শিক্ষকদের উন্নয়নের জন্যই নয়, সুস্থ শৃংখল ও নিরাপদ জাতি গঠনে তথা আমাদের সমাজের বিনির্মানে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি সেনসী এ বি রনি বাংলাদেশ কারাতে ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে গণমাধ্যমকে বলেন, “আমরা দীর্ঘদিন যাবৎ কারাতে প্রশিক্ষনের পাশাপাশি সমাজের কল্যানে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ কারাতে টিচার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগি প্রতিষ্ঠান হিসেবে কারাতের প্রচার প্রসারসহ দক্ষ প্রশিক্ষক এবং জাতীয় ও আন্তজার্তিক মানের খেলোয়াড় তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।” এ বি রনি এই ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন৷