নগরীর চকবাজার এলাকায় বিনামূল্যে অসহায় হতদরিদ্র মানুষের জন্য ইফতারের আয়োজন করেছেন কাউন্সিলর নুর মোস্তফা টিনু।
শুরু হলো মুসলিম উম্মাহর সিয়াম সাধনার পবিত্র রমজান মাস। এ মাসে সেহেরী ও ইফতার গ্রহণ রোজার দু’টি গুরুত্বপূর্ণ কাজ ও ইবাদত। উভয় কাজেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত ও তাৎপর্য। রাতের শেষ সময়ে সাহরি গ্রহণ যেমন মানুষের জন্য বরকত ও কল্যাণের কাজ। তেমনি ইফতারও অনেক ফজিলতপূর্ণ সাওয়াবের কাজ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও পথচারী রোজাদারদের মাঝে মাস ব্যাপী বিনামূল্যে ইফতারের আয়োজন করেছেন চসিক’এর ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু।
পুরো রমজান মাস জুড়েই বিনামূল্যে ইফতার বিতরণ করবেন বলে জানান তিনি।
নগরীর চকবাজার সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে এই ইফতার বিতরণ কর্মসূচী চলবে বলেও জানা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু জানান, তিনি প্রতিবছর রমজান মাসব্যাপী অসহায়, হতদরিদ্র, দিনমজুর ও রিক্সাচালক যাদের ইফতার ক্রয় করার সামর্থ্য নেই তাদের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করেন। এ বছরও ইফতার বিতরণ কর্মসূচী পুরো মাস চলবে এবং ভবিষ্যতেও তিনি এই সেবাটি দিয়ে যেতে চান।