মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জাপানি গাড়ি আমদানির ওপর আরোপিত শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছেন। এতে টয়োটা, হোন্ডা, নিসানসহ গাড়ি শিল্পের বড় কোম্পানিগুলো স্বস্তি পেয়েছে।
হোয়াইট হাউস জানায়, গত জুলাইয়ে ঘোষিত চুক্তিটি এখন আনুষ্ঠানিক রূপ পেল। এই চুক্তির আওতায় প্রায় সব ধরনের জাপানি রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১৫% শুল্ক আরোপ করা হবে—যার মধ্যে গাড়ি ও ওষুধও রয়েছে।
জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া হোয়াইট হাউসের ঘোষণাটি পুনরায় জাপানি ভাষায় পোস্ট করে লিখেছেন, ‘অবশেষে।’
যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, এই চুক্তি জাপানের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে এবং মার্কিন ব্যবসার জন্য ‘বড় সুযোগ উন্মোচন’ করবে।
চুক্তি অনুযায়ী, জাপান প্রতিবছর প্রায় ৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনবে। এর মধ্যে রয়েছে কৃষিপণ্য, সার এবং বায়োইথানল।
এ ছাড়া জাপান ধীরে ধীরে মার্কিন চাল আমদানি ৭৫ শতাংশ বাড়াতে রাজি হয়েছে, যা আগে নিজেদের কৃষিখাত রক্ষার স্বার্থে তারা প্রত্যাখ্যান করেছিল।
জাপানের অর্থনীতি মূলত বিদেশে পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় রপ্তানি বাজার।
দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই আসে গাড়ি বিক্রি থেকে। তবে গত আগস্টে ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক বিশ্ববাজারে আলোড়ন তুলেছে। ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারগুলো নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে।
শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশ সই হওয়ার পর টোকিও শেয়ারবাজারে জাপানি গাড়ি নির্মাতা ও যন্ত্রাংশ সরবরাহকারীদের শেয়ারের দাম বেড়ে যায়।
প্রদা/ডিও