ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।
নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জামিয়াতুল ফেলা থেকে বড় দুটি মিছিল বের হয়। এ ছাড়া নগরীর বড়পুল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
আন্দরকিল্লা জামে মসজিদ থেকে বের হওয়া মিছিল জামাল খান থেকে কাজীর দেউড়ি আসার সময় পুলিশ খাস্তগীর স্কুল মোড়ে আটকে দেয়।
জমিয়তুল ফালা থেকে বের হওয়া মিছিল দেওয়ানহাট গিয়ে শেষ হয়।চট্টগ্রাম নগরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিএমপি কমিশনার হাসিব আজিজ বিকেল ৩টায় কালের কণ্ঠকে বলেন, জুমার পরে বিভিন্ন স্থানে মিছিল হয়েছে এবং এখনো মিছিল চলছে। নগরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন আছে মিছিলগুলো মনিটরিং করা হচ্ছে।
কোথাও উল্লেখ করার মতো কিছু ঘটেনি জানিয়ে তিনি বলেন, মিছিল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি, সব কিছু শান্ত আছে।
আশা করছি কোনোরূপ ভায়োলেন্স ঘটবে না। আমরা সতর্ক আছি।এর আগে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম নগরে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।
প্রদা/ডিও