চট্টগ্রামে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাড়তি নিরাপত্তার জন্য নগরীর ১৬ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। পাশাপাশি নির্বাচনের পথসভায়ও নিরাপত্তার কথা বলেছেন তিনি। রবিবার এক বেতারবার্তায় নগর পুলিশের ১৬ থানার ওসিকে একত্রে কাজ করার আদেশ দিয়ে সিএমপির সব সদস্যকে এ বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার পরিপ্রেক্ষিতে হামলার আশঙ্কায় এ নির্দেশ দেন তিনি।
সিএমপি কমিশনার বেতারবার্তায় বলেন, ‘আমাদের এখানে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ যাঁরা আছেন, তাঁদের চলাচল এবং তাঁরা যেখানে থাকেন, অফিসে যান বা বিভিন্ন দলীয় কার্যালয়ে যান বা নির্বাচনের পথসভা করেন, সেখানে যেন তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তাঁরা যেখানে থাকবেন তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট থানার ওসিরা কথা বলবেন। কথা বলে তাঁদের নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা করবেন।’এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই, তবে ঢাকার ঘটনায় বাড়তি সতর্কতা হিসেবে পুলিশ নিরাপত্তা দেবে।
কোনো তথ্যের ওপর ভিত্তি করে এটা দেওয়া হয়নি, এটা ঢাকায় ওসমান হাদির ওপর যে ঘটনা ঘটল, তার পরিপ্রেক্ষিতে করা হলো।চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি আবদুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘কমিশনার স্যার ওয়্যারলেসে এনসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে কথা বলেছেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলছি। তাঁদের গণসংযোগ বা কোনো অনুষ্ঠান থাকলে আমাদের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।
প্রদা/ডিও