বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি – ২০২৫ সম্পন্ন করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত ১৫ দিনব্যাপী সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি করেছে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল।
আজ বিকেল ৫টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে বৃক্ষরোপনের এই কার্যক্রম।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ ইদ্রিচের সভাপতিত্বে ও সদস্য সচিব মনির উদ্দিন শাওন এর সঞ্চালনায় এ কর্মসূচি করেছেন কলেজ ছাত্রদল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি এম.সাঈদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক অর্থ সম্পাদক এ্যাড. এরশাদুল কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ সাগর।
এছাড়া, উপস্থিত ছিলেন আইন কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃনাঈম উদ্দিন দীপু, এস্তাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, সদস্য নুরুল হক মির্জা। আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ ইয়াছিন মাসুদ, কামরুল হাসান কাদের, মইনুদ্দিন ছিশ্তী, বেলাল হোসাইন শান্ত, মো: হানিফ মজুমদার, মো.জিউল হক, আরিফ উদ্দীন কাউসার, হাবিবুল্লাহ জিসানসহ আইন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।