আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে গার্মেন্টস শিল্পের মতো দেশে আরও নতুন নতুন শিল্প খাত গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গত ২৭ (জানুয়ারি) মঙ্গলবার রাতে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন। তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প বাংলাদেশে এনেছিলেন বলেই আজ লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। একইভাবে বিএনপি সরকারই প্রথম বিদেশে শ্রমিক পাঠানো এবং খালেদা জিয়ার আমলের নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা চালু করেছিল। দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে কেবল বিএনপিই কাজ করে বলে তিনি দাবি করেন।
গাজীপুরকে ‘গার্মেন্টসের রাজধানী’ উল্লেখ করে তিনি এই অঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, গাজীপুরের যানজট নিরসনে রেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণ করা হবে এবং শিল্পবর্জ্যে দূষিত হয়ে যাওয়া তিনটি প্রধান খাল পরিষ্কার করে দূষণমুক্ত করা হবে। এছাড়া দেশের প্রতিটি এলাকায় একজন করে স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাতে মা ও শিশুরা ঘরে বসেই চিকিৎসা সেবা পেতে পারেন। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান আবেগজড়িত কণ্ঠে গাজীপুরের সাথে তার শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ভাওয়াল রাজবাড়ী মাঠ ও এর পাশের লাল বাংলোতে তার শিশুকাল কেটেছে, তাই গাজীপুরের মানুষের কাছে তার আলাদা অধিকার ও আবদার রয়েছে। ভোটাধিকার রক্ষার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি নেতাকর্মীদের ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন, যাতে কেউ জনগণের ভোট ডাকাতি করতে না পারে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় এই জনসভায় আরও বক্তব্য রাখেন গাজীপুরের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
প্রদা/ডিও






