প্রধান উপদেষ্টা বলেন, আজ যে আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি, দুর্নীতি দুর্নীতি। এর একমাত্র কারণ হচ্ছে নাগরিককে সরকারের কাছে আসতে হয়। আসতে না হলে এ দুর্নীতি হওয়ার সুযোগ নেই।
নাগরিককে সরকারের কাছে আসতে হয় বলে দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, আজ যে আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি, দুর্নীতি দুর্নীতি। এর একমাত্র কারণ হচ্ছে নাগরিককে সরকারের কাছে আসতে হয়। আসতে না হলে এ দুর্নীতি হওয়ার সুযোগ নেই। হবে হয়তো তারা অন্য টেকনিক বের করবে। এ টেকনিকে হবে না। নতুন টেকনিক বের করতে হবে। সেটার জন্য প্রতিষেধক বের করতে হবে। কাজেই আমরা যত প্রযুক্তির কথা বলি, যত আশ্বাস দেই। সেটা বাস্তবে আসতে হবে।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে। আমাদের প্রযুক্তিতে ভালো করতে হলে এ জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই। আমাদের সেই সামর্থ্য রয়েছে। আজ আমাদের প্রতিজ্ঞা করতে হবে এ দেশ আর জালিয়াতির কারখানা হবে না। এটাকে আমরা করতে চাই না। দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলতে চাই। সে সামর্থ্য আমাদের আছে। আজকের এ প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি। আমরা জালিয়াতি থেকে বের হয়ে আসব। তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দিব। আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব। মানুষের সরকার করব এবং ওইভাবে আমাদেরকে চলতে হবে।
তরুণদের সুযোগ করে দিতে পরিবারের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যতই তরুণ ততই শক্তিশালী। এটা খুবই সাধারণ বাক্য। কিন্তু এটার প্রয়োগ খুবই সাংঘাতিক। চিন্তায়, ভাবনায়, দৃষ্টিতে বাবা মায়ের চেয়ে ছেলে মেয়ে শক্তিশালী। সেটাকে আমরা স্বকৃতি দেই না। দাদা-দাদীর চেয়ে নাতি-নাতনি মনে হয় অন্য গ্রহের মানুষ। সবাই একই পরিবারে আছে কিন্তু ভিন্ন গ্রহের। আমরা মানতে চাচ্ছি না। তাদের টেনে ধরছি। বলছি এখানে থাকতে হবে। তাদের ওপর খবরদারি করছি। তার শক্তি যাতে প্রকাশ না পায় সেটার্ জন্য আমরা ডেডিকেটেড। এরকম একটা সমাজ আমরা তৈরি করে রেখেছি।
প্রদা/ডিও






