চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না৷ সমস্যা বড় করে দেখার সুযোগ নেই; বরং দায়িত্বকে বড় করে দেখতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্দ্বীপের কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত সমস্যাকে বড় করে দেখার সুযোগ নেই, বরং রাষ্ট্রের দেওয়া পবিত্র দায়িত্বকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
জেলা প্রশাসক তার বক্তব্যে কর্মকর্তাদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে যারা দেশ স্বাধীন করেছেন তারা পারলে আমরা কেন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব না? দায়িত্ব পালনের সময় অন্যের ওপর দায় চাপানোর কোনো সুযোগ নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং দায়িত্ব পালনে কোনো ধরনের আশঙ্কা বা হুমকি অনুভব করলে প্রশাসনকে তাৎক্ষণিক জানাতে হবে। অতীতের নির্বাচনগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি যেটুকু ক্ষুণ্ন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে সেই হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারের বড় সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সন্দ্বীপের নির্বাচনী পরিবেশ নিয়ে ডিসি জানান, দ্বীপের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড সক্রিয়ভাবে কাজ করছে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেটিই হবে প্রশাসনের সাফল্যের মাপকাঠি। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের নাগরিকেরা দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তাই এই নির্বাচন বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি বড় মাধ্যম।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ব্যক্তিগতভাবে কারো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দায়িত্ব পালনকালে তার প্রকাশ ঘটানো যাবে না। রাষ্ট্র থেকে সুযোগ-সুবিধা গ্রহণ করার পর এখন রাষ্ট্রকে কিছু দেওয়ার সময় এসেছে। সভায় তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের শতভাগ নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন এবং একইসাথে গণভোট সম্পর্কে স্বচ্ছ ধারণা রেখে ভোটারদের প্রশ্নের সঠিক জবাব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বরদাস্ত করা হবে না বলেও তিনি চূড়ান্ত সতর্কতা প্রদান করেন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খানসহ স্থানীয় প্রশাসন ও নির্বাচন অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রদা/ডিও







