চট্টগ্রামের বোয়ালখালীতে মোঃ হেলাল (৩৯) নামের নিখোঁজ এক সিএনজি অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের নাডা বিল থেকে তার মরদে উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে তিনি নিখোঁজ হন। নিহত হেলালের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার চাঁন মিয়ার ছেলে। তিনি বোয়ালখালীর জমাদারহাট এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুর রাজ্জাক বলেন, আমুচিয়া ইউনিয়নের একটি বিল থেকে নিখোঁজ চালক হেলালের লাশ উদ্ধার করা হয়েছে, লাশটিতে পচন ধরে গেছে। বিকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে খোলা বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। অটোরিকশা নিয়ে বিরোধের জেরে হেলালকে খুন করা হতে পারে পুলিশের ধারণা। অটোরিকশাটিও পাওয়া যায়নি। তবে আমাদের কিছু অগ্রগতি আছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।