নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে দাম কমাও, জান বাঁচাও এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী মকবুল হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী নিলিমেষ ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন, আদুর রাজ্জাক, আবু রেজা সিদ্দিকী ইমন, সুরুক আহমদ, জাহাঙ্গীর জয়েস, সুমন কান্তি দাশ প্রমুখ।
সভায় দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান অনুষ্ঠানে অংশ নেওয়া সংশ্লিষ্টরা।