রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে মারা গেলো জিহাদ নামের প্রথম শ্রেণীর এক শিশু। মঙ্গলবার সকালে আজিমপুরের ওয়েস্টএন্ড স্কুলের সামনের গণপূর্তের কলোনির পুরোনো দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাস্তায় হাঁটার সময় হঠাৎ দেয়ালটি ধ্বসে পরে। আহত অবস্থায় পথচারীদের সহায়তা শিশুটির বাবা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল সোয়া আটটা আজিমপুরের সমাজসেবা অধিদপ্তরের ১ম শ্রেণীর ছাত্র জিহাদ বাবা নাজির হোসেনের সাথে যাচ্ছিলো স্কুলে। আজিমপুরের ওয়েস্টএন্ড স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ ধসে পড়ে রাস্তার পাশের দেয়াল। নিচে চাপা পড়ে শিশু ও তার বাবা। অল্পের জন্য বেঁচে যান এক মোটরসাইকেল আরোহী।
এসময় ছুটে আসেন অনেকেই। ইট সরিয়ে বের করা হয় গুরুতর আহত শিশু জিহাদকে। ব্যাটারিচালিত একটি অটোরিক্সায় শিশুটিকে নেয়া হয় হাসপাতালে। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন।দেওয়াল সংস্কার না করার কারণে অকালে প্রাণ হারালো জিহাদ এমনটাই মন্তব্য করছেন এলাকাবাসি।
পুলিশ জানিয়েছে, ধসে পরা দেয়ালটি আজিমপুর কলোনির। এটি অনেক পুরোনো হওয়ায় ভেঙ্গে পড়েছে।ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
সূত্রে জানা জনাই ৬ মাস আগে ড্রেন নির্মাণের সময় দেওয়ালটিকে সংস্কার করার জন্য PWB কে লিখিত চিঠি দেন দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু PWBকে কোনো ব্যাবস্থা না নেওয়াই প্রাণ গেলো শিশু জিহাদের
এই ঘটনায় আহত হোন জিহাদের বাবা ।নিহত জিহাদের বাবা-মা বলেন ,
এইদিকে দেয়াল ধসে পরার পর ঠিক করার কাজে লেগে পড়েছে PWB। সরকারি প্রতিষ্ঠানের এমন গাফিলতি কারণে আর কোনো জিহাদের প্রাণ যেনো দিতে না হয় এমনটা দাবি করছেন জিহাদের স্বজনরা।