অল্প রানের স্নায়ুচাপের লড়াইয়ে শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস।
অধিনায়ক শেখ মেহেদীর অসাধারণ ফিনিশিংয়ে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বিসিবির মালিকানাধীন এই দলটি। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ঝড় তুলে ম্যাচ সেরার পুরস্কার নিজের করে নেন মেহেদী।
মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। শুরুটা মন্দ ছিল না রাজশাহীর, তানজিদ হাসান তামিমের ৩৭ বলে ৪১ এবং শাহিবজাদা ফারহানের ১৯ বলে ২১ রানের সুবাদে ওপেনিং জুটিতেই আসে ৩০ রান। তবে মধ্যভাগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি, মাত্র ৮৬ রানেই হারায় ৬ উইকেট।
শেষ দিকে পেসার আব্দুল গাফ্ফার সাকলাইনের ১৫ বলে ৩২ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৩৩ রানের পুঁজি পায় রাজশাহী। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন, আর আমের জামাল দখল করেন ২ উইকেট।
জবাব দিতে নেমে চট্টগ্রামকে শক্ত ভিত্তি এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও রিফাত বেগ। তাদের ধীরস্থির ব্যাটিংয়ে ১১.৩ ওভারে আসে ৬৪ রান। নাঈম ৩০ এবং রিফাত ৪৫ রান করে ফিরলে ম্যাচ কিছুটা কঠিন হয়ে পড়ে। শেষ দুই ওভারে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল ১৯ রান।
এমন সমীকরণে রুখে দাঁড়ান অধিনায়ক শেখ মেহেদী। ৯ বলে ১৯ রানের টর্নেডো ইনিংসে দুটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। রাজশাহীর পক্ষে সাকলাইন ২০ রানে ২ উইকেট নিলেও তা হার এড়াতে যথেষ্ট ছিল না।
এই জয়ের ফলে প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখলো চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, হেরে গেলেও ফাইনালের দৌড়ে টিকে আছে রাজশাহী ওয়ারিয়র্স।
বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে সিলেট টাইটান্সের। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সিলেট। মিরপুরে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের জয়ী দলই ফাইনালের টিকিট পাবে।
প্রদা/ডিও






