জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগ নেতা জাহেদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৪ জুলাই চট্টগ্রাম ক্লাবে একটি বিয়ের অনুষ্ঠানে জাহেদুলের উপস্থিতির খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করেছিলেন। সেই সময় কৌশলে সেখান থেকে বের হয়ে পরদিনই তিনি বিদেশে পাড়ি জমান। দীর্ঘ সময় বিদেশে আত্মগোপনে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফিরেছিলেন।
পুলিশের তথ্যমতে, জাহেদুল হকের বিরুদ্ধে কেবল রাজনৈতিক সংঘাত নয়, বরং বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে। তার সৎভাই নেছারুল হক একটি মাদ্রাসার ১৫ কোটি টাকা এবং বাড়ি ভাড়ার প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন করেছিলেন।
এছাড়া ব্যাংক জালিয়াতি, জমি দখল এবং উপজেলা নির্বাচনে ভোট কারচুপির বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জাহেদুল হক চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় জুলাই অভ্যুত্থানে হামলার এজাহারভুক্ত আসামি এবং রাজধানীর ধানমন্ডি থানায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বর্তমানে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
প্রদা/ডিও







