বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং রিজার্ভের ভিত্তি মজবুত করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনেই নিলামের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে ৭৪৩ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবারও (২০ জানুয়ারি) দুটি ব্যাংক থেকে ৪৫ মিলিয়ন ডলার কেনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এ পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ৩.৮৮ বিলিয়ন (৩৮৮ কোটি) ডলার কেনা হয়েছে। গত জুলাই মাস থেকে বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার অংশ হিসেবে এই বিশেষ কৌশল গ্রহণ করেছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সোমবার এক সেমিনারে বলেন, “ব্যাংকগুলো এখন স্বতঃস্ফূর্তভাবে ডলার বিক্রি করছে, যার ফলে বাজারে টাকার প্রবাহ বেড়েছে এবং আমানতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, ডলারের এই প্রবাহ বৃদ্ধির ফলে দেশের ব্যালেন্স অব পেমেন্টে (আর্থিক হিসাব) উদ্বৃত্ত অবস্থা তৈরি হয়েছে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাস এবং সরকারের বড় অংকের বৈদেশিক দেনা পরিশোধের চাপ কমে আসায় বাজারে ডলারের চাহিদা বর্তমানে কিছুটা কম। এই সুযোগে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে।
প্রদা/ডিও







