বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিধি ও প্রভাবের দিক থেকে নতুন এক উচ্চ অবস্থানে পৌঁছেছেন। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের প্রকাশিত তালিকায় তিনি ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের মধ্যে জায়গা করে নিয়েছেন।
সোশ্যাল ব্লেডের তথ্যানুযায়ী, ‘টপ হান্ড্রেড ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩ নম্বরে। এই স্থান নির্ধারণ করা হয়েছে ফেসবুকে তারেক রহমানকে ঘিরে প্রকাশিত কনটেন্টের সংখ্যা ও পরিমাণের ভিত্তিতে। একই সূচকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ৬৭ নম্বরে, যা তারেক রহমানকে ট্রাম্পের চেয়ে এগিয়ে স্থাপন করেছে।
সোশ্যাল ব্লেডে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে মূলত তাদের বোঝানো হয়, যাদের কেন্দ্র করে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট তৈরি হয়। সরাসরি কনটেন্ট প্রকাশের পাশাপাশি ব্যক্তি বা বিষয়টি ঘিরে ব্যবহারকারী, পেজ ও মিডিয়ার তৈরি হওয়া কনটেন্টও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত হয়।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান প্রমাণ করে যে তারেক রহমান এখন বিশ্বের আলোচিত রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের কাতারে পৌঁছেছেন। ফেসবুকে তার প্রভাব এবং সমর্থক-প্রতি আগ্রহের মাত্রা আন্তর্জাতিক পর্যায়েও নজরকাড়া অবস্থানে রয়েছে।
প্রদা/ডিও







