বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ (৬ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে গেছেন। গত দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকতে গিয়েছেন তিনি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হাসপাতালটিতে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে তৃতীয় দফায় হাসপাতালে আসেন তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা সে বিষয়ে আজ তার মেডিকেল বোর্ডের সভা হবে। এতে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা।
এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে দ্বিতীয় দফায় এই হাসপাতালে আসেন খালেদা জিয়ার পুত্রবধূ। তিনি প্রায় তিন ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে জরুরি বৈঠক করেন। পরে রাতে হাসপাতাল থেকে বেরিয়ে যান।
শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ডা. জুবাইদা রহমান। তিনি সেখানে তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছু সময় কাটান।
ডা. জুবাইদা ঢাকায় এসেছেন অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার আমিরের পক্ষ থেকে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স।
শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে ৭ ডিসেম্বর খালেদা জিয়ার লন্ডনযাত্রার সম্ভাব্য তারিখ বলা হলেও রাতে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তা আরও পেছানো হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ এখনো জানানো হয়নি।
সূত্রটি জানায়, চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সময় আরও কয়েকদিন পেছাতে পারে।
প্রদা/ডিও