বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন। তার দেশে না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনী জোট ও আসন বণ্টন নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি জানিয়ে তিনি আরও বলেন, সংলাপ-আলোচনা সবসময়ই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আলোচনা চলবে, সংলাপ চলবে। নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। পুরো জাতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বেগম জিয়া সেই প্রথম ব্যক্তি যিনি চান গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচন হোক।
তিনি আরও বলেন, নির্বাচন না হওয়ায় এখন সবাই নানা সিদ্ধান্তহীনতায় রয়েছে।
বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, তার বিদেশযাত্রা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। চিকিৎসকরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
প্রদা/ডিও







