নগরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা লালখান বাজার মোড়। এই মোড়ে সড়ক পারাপারে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয়েছেন পথচারীরা। দীর্ঘদিন ধরে লালখান বাজার মোড়ে পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি ছিল।
অবশেষে লালখান বাজার মোড়ে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গত বৃহস্পতিবার থেকে ফুটওভার ব্রিজের নির্মাণ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সিডিএ সূত্রে জানা যায়, নান্দনিক নকশায় ফুটওভার ব্রিজ নির্মিত হবে। যেখানে তিনটি স্থান থেকে ওঠানামার সুযোগ থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই এলাকায় পথচারী পারাপারে যথেষ্ট ঝুঁকি রয়েছে এবং প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। নগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু করেছে সিডিএ।
ফুটওভার ব্রিজটি মূল অংশ লম্বায় ৩৯ দশমিক ৪২ মিটার। উচ্চতায় প্রায় ৬ দশমিক ১ মিটার এবং চওড়ায় প্রায় ২ দশমিক ৫ মিটার বিস্তৃত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে স্থান নির্বাচন, ডিজাইন ইত্যাদি সমন্বয় করে কাজটি সম্পাদন করছে সিডিএ। ফুটওভার ব্রিজ নির্মাণে চসিক মেয়র ব্যক্তিগতভাবে সর্বাত্মক সহযোগিতা করছেন বলে জানান সিডিএ চেয়ারম্যান।
জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল লালখান বাজার মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের। নান্দনিক নকশা ও তিনটি স্থান থেকে ফুটওভার ব্রিজে ওঠানামার সুবিধা থাকবে। আগামী ডিসেম্বরের মধ্যে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শেষ হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের প্রকল্পের টাকা থেকে এই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।
প্রদা/ডিও