চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা।। দুই সপ্তাহ ধরে গরু ৬২০ ও খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা কেজি। রাজধানীর কাঁচাবাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।
বাজারে বেশির ভাগ সবজির দামও ঊর্ধ্বমুখী। এ ছাড়া বড় মাছের দাম বেড়েছে কেজিতে এক থেকে দেড়শ টাকা।
দীর্ঘদিন গরু ও খাসির মাংস বেশ স্বাভাবিক দামেই বিক্রি হয়েছে রাজধানীর বাজারে। কিন্তু দুই সপ্তাহ ধরে এ বাজারেও অস্বস্তিকর পরিবেশ। সরবরাহের ঘাটতির অজুহাতে গরুর মাংস ৬২০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০-১০৫০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, মনিটরিং জোরদারে পদক্ষেপ নিতে। বাজার করতে আসা এক ব্যক্তি বলেন, ‘আমরা যারা চাকরিজীবী, এই বাজারদর পুরোপুরি ক্রয়ক্ষমতার বাইরে। হিমশিম খেতে হয় বাজারে এলে।’
এদিকে কেজিতে ৫-১০ টাকা বেড়েছে বেশির ভাগ সবজির দাম। সরবরাহ ভালো থাকলেও কম বলছেন বিক্রেতারা। ক্রেতাদের দাবি, উৎপাদন পর্যায়ে ব্যয় বৃদ্ধি হওয়ায় দাম বাড়ছে নিত্যপণ্যের।
ভোক্তার আয়ের বিপরীতে ব্যয়ের সাধ্য ঠিক রাখতে উৎপাদন থেকে বাজার পর্যন্ত কার্যকর মনিটরিং সেলের দাবি সংশ্লিষ্টদের।