বাজারে আলুর বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না বলে দাবি দিনাজপুরের চাষিরা। কৃষি বিভাগ জানায়, গত বছর দাম কমে যাওয়ায় লক্ষ্যমাত্রার তুলনায় এবার কম আলু আবাদ হয়েছে।
চলতি মৌসুমে দিনাজপুরে প্রতি বিঘা জমিতে আলু উৎপাদন হয়েছে ৭৫ মণ। উৎপাদন ভালো হওয়ায় লাভের আশা করছিলেন চাষিরা। কিন্তু বাজারে দর কমে যাওয়ায় লোকসান আশঙ্কায় তারা।
প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ১০ থেকে ১২ টাকা। বাজারে বিক্রি করতে হচ্ছে ৫ থেকে ৬ টাকা কেজি দরে। তাই লোকসান কমাতে সরকারি উদ্যোগে আলু রফতানির দাবি সংশ্লিষ্টদের।
আলুতে গত বছর লোকসান হওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার হেক্টর জমিতে আবাদ কম হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতর যুগ্ম পরিচালক প্রদীপ কুমার গুহ বলেন, এবারের আবহাওয়া আলু চাষের জন্য অনুকূলে রয়েছে। অন্যান্য সময়ে আগাম আলুর বাজারমূল্য কৃষকরা ন্যায্য দাম পেয়েছেন। তবে এবার তা নিশ্চিত হয়নি।
উল্লেখ্য, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, চলতি মৌসুমে দিনাজপুরে ৪৭ হাজার ৩৯০ হেক্টর জমিতে আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫ হাজার ১৭৫ মেট্রিক টন।