টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ির পর এবার মানব আকৃতির রোবট তৈরির ঘোষণা দিয়েছেন। চলতি বছরই অপটিমাস নামের এই রোবটের প্রোটো টাইপ বানানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তি।
কাজ করছে কারখানায় মানব আকৃতির এক পাল রোবট। এমন দৃশ্য সায়েন্স ফিকশন মুভিগুলোতে প্রায়ই দেখা গেলেও এখনও তা বাস্তবে নেই। তবে সম্প্রতি এমনই রোবট মানব বানানোর ঘোষণার দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
মাস্ক জানান,নতুন মডেলের কোনো গাড়ি নয়, বরং এই রোবট মানবই এ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলতি বছরই অপটিমাস নামের রোবটের প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ আনার পরিকল্পনা করা হয়েছে। তিনি আশা করছেন, সামনের দিনে এই রোবট তৈরির ব্যবসায় আয় ছাড়িয়ে যাবে গাড়ির ব্যবসাকেও।
ইলন মাস্ক তুলে ধরেছেন,২০২১ সালের আগস্টে টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স ডে তে রোবট অপটিমাসের ধারণাকে।
তিনি মনে করেন, বিশ্বের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে টেসলার এই রোবট প্রযুক্তি। তার মতে, অর্থনীতির মূল ভিত্তি হলো শ্রম। রোবটের ব্যবহার হলে কারখানায় শ্রমিকের সংকট থাকবে না। এখানেই রোবট অপটিমাসের সম্ভাবনা রয়েছে।