ভারতের কাছে ৯২ দশমিক ৮ মিলিয়ন ডলার, অর্থাৎ ৯ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রির দুইটি চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই অস্ত্র প্যাকেজে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ আধুনিক প্রতিরক্ষা সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ভারতকে যুক্তরাষ্ট্রের তৈরি অধিকতর সামরিক সরঞ্জাম কেনার আহ্বান জানিয়ে আসছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিরক্ষা বাণিজ্য প্রায় শূন্য অবস্থা থেকে এখন ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে রাশিয়া ও ফ্রান্সের পর যুক্তরাষ্ট্র এখন ভারতের তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, অনুমোদিত এই অস্ত্রগুলো ভারতের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রদা/ডিও






