জমে উঠেছে দ্বিতীয় ইলিশ উৎসব মুন্সীগঞ্জের পদ্মা পাড়ে। শিমুলিয়া বন্দর মাঠে ইলিশের পসরা ঘিরে নানা অঞ্চলের ক্রেতাদের পদচারনায় মুখর এখন। নানা বৈচিত্র্য আর সাজসজ্জায় রুপালি ইলিশে ভরপুর স্টলগুলো। ইলিশ প্রদর্শনে রয়েছে ভিন্নতা।
বিক্রেতারা নানা কৌশল পদ্মার ইলিশের স্বাদ নিতে আসা ক্রেতাদের আকৃষ্ট করতে এবং আন্তরিকতা সাথে চলছে তাদের ক্রয় বিক্রয়। মেলায় ক্রয়বিক্রয়ের পাশাপাশি জাতীয় মাছ ইলিশকে সুরক্ষার পাশাপাশি প্রসারের ব্যাপারে সচেতনতার বিষয়ে নানা দাবি উঠে আসে।
রেকর্ড পরিমাণ সরবরাহ হয় ইলিশের কদর বেশি থাকায়। উৎসবের আমেজ স্থানীয়দের মাঝে। আরতদার এবং খুশি জেলে পদ্মাপাড়ের শিমুলিয়া বন্দর মাঠে দ্বিতীয়বারের মত ইলিশ উৎসব ঘিরে।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজন করা হয় পালা গান, মারফতি, বাউল গান ও মুর্শিদী।মাছ বিক্রেতারা ২০টি স্টলে ছোট বড় ইলিশ নিয়ে বসে।
পরিণত হয় সার্বজনীন উৎসবে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে মিলন মেলায়।