পরিপুষ্ট না হওয়ায় চাষের পুকুর থেকে জেলেরা মাছ ধরছে কম। বাজারে নেই খাল-বিলের ছোট মাছেরও জোগান। এতে রাজশাহীর পাইকারি বাজারে কমে গেছে সব রকম মাছের সরবরাহ। এ অবস্থায় প্রকার ভেদে কেজিপ্রতি মাছের দামও বেড়ে গেছে ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত।
রাজশাহীর নওদাপাড়ায় মাছের এই পাইকারি বাজারে মাছ আসে উপজেলার শতাধিক পুকুর থেকে। কিন্তু ভোর থেকে ক্রেতা-বিক্রেতার সমাগম থাকলেও সরবরাহ অনেক কম।
বেশির ভাগ পুকুরে মাছ পুরিপুষ্ট না হওয়ায় জেলেরা মাঝ ধরছে কম। এ ছাড়া জলাশয়ে মাছ ধরার ক্ষেত্রে প্রভাব ফেলেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনও। এতে চাহিদার বিপরীতে মাছের সরবরাহ অনেক কম। এতে দাম বেড়ে যাওয়ায় এবং চাহিদা মোতাবেক মাছ না পাওয়ায় অসন্তুষ্ট সাধারণ ক্রেতারা।
গ্রামগঞ্জে ফেরি করাসহ নগরীর শতাধিক বিক্রেতা ও খুচরা ক্রেতা মাছ কেনেন এই বাজার থেকে। সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় আড়তগুলোতে থাকে মাছ কেনার হুড়োহুড়ি। এতে বেড়ে যায় দামও।







