চলতি ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির মুনাফায় বড় ধরনের ধস নেমেছে।
আজ বুধবার ২৮ জানুয়ারি কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এই তিন মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৭২ শতাংশ কমে ১১৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। মূলত ঋণের বিপরীতে উচ্চ সুদের ব্যয়, বৈদেশিক মুদ্রা অর্জনে ঘাটতি এবং বিদ্যুৎ সঞ্চালন বাবদ খরচ বৃদ্ধি পাওয়ার কারণেই নিট মুনাফায় এই নেতিবাচক প্রভাব পড়েছে।
তবে দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় বড় পতন ঘটলেও চলতি অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটি সব মিলিয়ে ৪৭৬ কোটি টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রদা/ডিও







