চট্টগ্রামের রাউজানে একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে গেছে ৩ বছর বয়সী এক শিশু।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম মিজবাহ।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জয়নগর এলাকায় নিজেদের বসতবাড়ির পাশে খেলা করছিল শিশু মিজবাহ। বাড়ির পাশেই একটি পুরাতন গভীর নলকূপ ছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি ওই নলকূপের খোলা গর্তে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা নাগাদ শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
উদ্ধার কাজে সহায়তার জন্য পুলিশ ও স্থানীয় জনতা সেখানে ভিড় করেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেল থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের বিশেষ টিম কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থলে থেকে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। শিশুটিকে দ্রুত জীবিত উদ্ধারের সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’
প্রদা/ডিও







