নির্বাচনি মহাসমাবেশে যোগ দিতে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নামেন।
বিএনপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “বিমানবন্দর থেকে তিনি (তারেক রহমান) হোটেল রেডিস ব্লুতে যাচ্ছেন। রাতে সেখানে তিনি অবস্থান করবেন।”
বিমানবন্দরে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতা তারেক রহমানকে স্বাগত জানান।
রোববার সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা আছে তারেক রহমানের।
প্রদা/ডিও







