দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ ২৫ (জানুয়ারি) রবিবার বন্দরনগরী চট্টগ্রামে এলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) ৯টা ৩০ মিনিটে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান; সেখানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করবেন ও তরুণ তরুণীদের পরামর্শ শুনবেন। একটি স্থানীয় হোটেলের হল রুমে প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’-এ তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মের পরামর্শ শুনেন। এরপর তিনি ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
চট্টগ্রামের কর্মসূচি শেষ করে রাজধানী ফেরার পথে তারেক রহমান একাধিক জেলায় পথসভা ও জনসভায় অংশ নেন। এরপর তিনি ফেনীর পাইলট স্কুল খেলার মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক তিনটি নির্বাচনী সমাবেশে যোগ দেন। এরপর ঢাকা প্রবেশের আগে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখার মধ্য দিয়ে দিনব্যাপী এই সফর শেষ করেন তিনি।
সমাবেশে ১০ লাখের বেশি জনসমাগম হয়েছে। সমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত মঞ্চ তৈরি করা হয়েছে। চট্টগ্রাম এসে পুরাতন সার্কিট হাউজে অবস্থিত জিয়া স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন তারেক রহমান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, দীর্ঘ ২০ বছর পর আমাদের নেতার এ সফর ঘিরে নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। নেতা-কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। এবার সরাসরি প্রিয় নেতাকে কাছ থেকে দেখার এবং ভাষণ শোনার সুযোগ পেলেন। স্বাভাবিকভাবে নেতা-কর্মীদের মাঝে এটা নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে।
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল বলেন, আমাদের ছাত্র রাজনীতির শুরুটা বিরোধী দলে থাকাকালীন সময় থেকে। বিএনপি যখন বিরোধী দলে, তখন থেকে রাজপথে থেকে রাজনীতি করেছি। তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক। আমাদের অভিভাবককে আমরা কাছে পাব, সামনাসামনি দেখেছি তা অত্যন্ত আনন্দের খবর। এই সফর ঘিরে তৃণমূল কর্মীরা বেশ উচ্ছ্বসিত।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তাঁর সন্তান তারেক রহমান বক্তব্য দিলেন।
সিলেট সফরের ধারাবাহিকতায় এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতাদের একটি অংশ তার সফরসঙ্গী হিসেবে ছিলেন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন জানান, এর আগে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় তারেক রহমানের সফরে জনগণের যে উপচে পড়া ভিড় এবং গণজোয়ার দেখা গেছে, তা প্রমাণ করে নেতার প্রতি মানুষের সীমাহীন আস্থা রয়েছে। গভীর রাত পর্যন্ত ভোটার ও সমর্থকদের উৎসবমুখর উপস্থিতি জাতীয়তাবাদী শক্তিকে দারুণভাবে অনুপ্রাণিত করছে বলে তিনি উল্লেখ করেন।
সফর শেষ করে আগামীকাল রাতেই তারেক রহমানের ঢাকার গুলশানের নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।






