অজ্ঞানতার অন্ধকার দূর করতে এবং বিদ্যা ও সুরের সন্ধানে আগামীকাল সারাদেশে উদযাপিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা।
সনাতন ধর্মমতে, দেবী সরস্বতী হলেন জ্ঞান, বাণী ও ললিতকলার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজার আয়োজন করা হয় যা ভক্তদের কাছে ‘শ্রীপঞ্চমী’ নামেও পরিচিত।
পূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং হিন্দু পরিবারগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন মণ্ডপে বর্ণিল আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন প্রতিমা স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কারিগররা শেষ মুহূর্তের তুলির আঁচড়ে দেবীর অবয়ব ফুটিয়ে তুলেছেন এবং ভক্তরা পূজার উপচার গোছাতে ব্যস্ত সময় পার করছেন।
আগামীকাল সকালে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়া ছোট শিশুদের পড়াশোনার শুভ সূচনা করতে দেওয়া হবে হাতেখড়ি। দিনভর চলবে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যার পর আরতি ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি বড় মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রদা/ডিও







