চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ বরগুনি ব্রীজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী মার্সা পরিবহন ও কক্সবাজারমুখী রিলেক্স পরিবহনের দুটি যাত্রীবাহী মাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এ দুর্ঘটনায় রিলেক্স পরিবহনের চালক সামান্য আহত হলেও দুই বাসের যাত্রীরা অক্ষত থাকে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার পরপর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রদা/ডিও






