মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে দেশের নির্বাচনী প্রক্রিয়া ও ভোটার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিএনপি নেতা নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, ‘বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কিছু রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে দেখানো হয়েছে, অথচ বিএনপির নাম ও প্রতীক মাঝখানে রয়েছে। ফলে কাগজ ভাঁজ করলে এটি সহজে চোখে পড়বে না। আমরা নির্বাচন কমিশনের কাছে এটি পরিবর্তনের অনুরোধ করেছি এবং দেশের মধ্যে সব পোস্টাল ব্যালট সংশোধনের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।’
তিনি আরও জানান, ‘বাহরাইনে একটি বিশেষ দলের নেতৃবৃন্দ পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছে, যা নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি নজরে পেয়েছে এবং বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের পর তারা তদন্ত করে প্রতিবেদন দেবে ও ব্যবস্থা নেবে।’
নজরুল ইসলাম আইনি পদক্ষেপেরও আহ্বান জানিয়েছেন, যারা নির্বাচনকে বিঘ্নিত করতে কারচুপি বা ভোটার আইডি কার্ড ও নম্বর সংগ্রহ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া, কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে জটিলতার বিষয়েও তিনি জানিয়েছেন, সংবিধান অনুযায়ী যারা নাগরিকত্ব ত্যাগ করেছে তারা নির্বাচনের জন্য যোগ্য, তাই অযথা বাধা তৈরি করা উচিত নয়।
বিএনপি নেতা আরও উল্লেখ করেছেন, তারেক রহমানের উত্তরাঞ্চল সফর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, কিন্তু কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়েছে। অন্যদিকে, অনেক দলের প্রার্থীর জনসমাগম ও নির্বাচনী আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কমিশনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শেষে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনী সংস্কারের বিপক্ষে নয় এবং সংস্কারের জন্য ‘হ্যাঁ’ ভোট দেবে’।
প্রদা/ডিও






