ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। নয়াদিল্লিকে জানানো হয়েছে, ওই এলাকায় চীনের যেকোনো কর্মকাণ্ড ‘বৈধ অধিকার’ হিসেবে গ্রহণযোগ্য।
সোমবার (১২ জানুয়ারি) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, শাক্সগাম উপত্যকা চীনের নিজস্ব ভূখণ্ড এবং সেখানে অবকাঠামো উন্নয়ন করা ‘সম্পূর্ণ ন্যায্য’। তিনি ভারতের সার্বভৌমত্ব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, শাক্সগাম উপত্যকা ভারতের ভূখণ্ডের অংশ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার নয়াদিল্লির আছে। ১৯৬৩ সালের চীন–পাকিস্তান সীমান্ত চুক্তি ভারত কখনো স্বীকৃতি দেয়নি। ভারত আরও জানিয়েছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এবং কাশ্মীর, লাদাখ অঞ্চলে ভারতের সার্বভৌমত্বের দাবিকে এই চুক্তি প্রভাবিত করতে পারবে না।
চীনের মুখপাত্র মাও নিং যুক্তি দেন, ১৯৬০-এর দশকে চীন ও পাকিস্তানের মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় এবং এটি দুই দেশের ‘সার্বভৌম অধিকারের বিষয়’। এছাড়া, সিপিইসি কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থান পরিবর্তন করে না।
ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ বিরাজ করছে। ২০২০ সালে হিমালয় সীমান্তে সংঘর্ষে ভারতের ২০ জন ও চীনের চারজন সেনা নিহত হন। ২০২৪ সালে সীমান্তে উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো হলেও, অরুণাচল ও কাশ্মীর নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
প্রদা/ডিও






