গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কিনেছিল।
কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের চাপের কারণে নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজের এই ঘটনা দেশের ক্রিকেট মহলে তোলপাড় সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যদি ভারতের মাটিতে আইপিএলে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে।
এই বিষয়ে দুইবার আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়েছে, ভারতে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। তাই এই পরিস্থিতিতে ভারতের মাটিতে খেলাটা সম্ভব নয়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশ দলের বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া অন্য কোন দেশ বাংলাদেশের সঙ্গে খেলতে চাইবে না। তখন টিভি কাভারেজ কেমন হবে, আয় কত হবে? আর্থিক আয় ছাড়া দেশের ক্রিকেট কার্যক্রম চালানো সম্ভব নয়।’
বাংলাদেশ দলের নিরাপত্তা ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদে বিসিবি এখন ভারত নয়, অন্য ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের বিকল্প পথ খুঁজছে।
প্রদা/ডিও
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD