কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এবার একযোগে এমপিওভুক্ত হবার পথে। এতে প্রথম ধাপে বাতিল হওয়া ১৪২ জন শিক্ষকের ফাইলও অন্তর্ভুক্ত থাকবে। এই উদ্যোগ শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষা শেষ করবে এবং চলতি সপ্তাহেই নোটিশ জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী ম. মাকসুদুর রহমান জানিয়েছেন, আগামীকাল বুধবার তারা এমপিও ফাইলগুলো নিয়ে বৈঠক করবেন। “যদি সব ফাইলের কাজ শেষ হয়, তাহলে বৃহস্পতিবার নোটিশ প্রকাশ করা সম্ভব হবে। কোনো কারণে তা সম্ভব না হলে সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যে নতুন শিক্ষকদের নোটিশ প্রকাশ করা হবে,”।
বাতিল হওয়া ১৪২ জন শিক্ষকের ফাইল সম্পর্কে তিনি আরও জানান, কাগজপত্রে সমস্যা থাকা ফাইল বাদ যাবে, কিন্তু কোনো অন্য শিক্ষকের ফাইল আটকে রাখা হবে না। নোটিশ প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং শিক্ষা বোর্ডের অনুমোদন লাগবে।
এদিকে, এমপিওভুক্তি না হওয়ায় ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এতে নতুন নিবন্ধনধারী শিক্ষকরা চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এই উদ্যোগের মাধ্যমে প্রথম ধাপের বাতিল হওয়া ১৪২ ফাইলসহ সকল সুপারিশপ্রাপ্ত শিক্ষক একসঙ্গে এমপিওভুক্ত হবেন। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের সুশৃঙ্খল কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে এবং শিক্ষকদের দীর্ঘদিনের প্রতীক্ষা অবসান ঘটবে।
প্রদা/ডিও






