আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। তবে যুক্তরাষ্ট্রের প্রাথমিক দলে থাকা চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভারত ভিসা দেয়নি, ফলে তাদের বিশ্বকাপে খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারতের সংবাদমাধ্যম ওয়ান ক্রিকেট জানিয়েছে, ভিসা না পাওয়া ক্রিকেটাররা হলেন— পেসার আলী খান, উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল এবং লেগ স্পিনার মোহাম্মদ মহসিন।
পেসার আলী খান নিজেই ইনস্টাগ্রামে ভিসা না পাওয়ার বিষয়টি প্রকাশ করেছেন। জানা গেছে, ভিসা না পাওয়ায় এই চার ক্রিকেটারের ভারতের মাটিতে খেলা এখন প্রশ্নবিদ্ধ। উল্লেখযোগ্য যে, আলী খান এর আগে কলকাতার হয়ে আইপিএল খেলেছেন।
এ ঘটনায় এখনও পর্যন্ত আইসিসি বা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদি ভারত ভিসা না দেয়, তবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই নয়, অন্যান্য কিছু দেশও বিপাকে পড়তে পারে। যেমন, প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া ইতালির দলে রয়েছে কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত। নেদারল্যান্ডস দলের একাধিক ক্রিকেটারও পাকিস্তানি বংশোদ্ভূত।
বিশ্বকাপ শুরুর আগে এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
প্রদা/ডিও
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD