দক্ষিণ এশিয়ার ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু মোস্তাফিজুর রহমান। আইপিএলে খেলতে না পারায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, তবুও এসব পরিস্থিতি মোস্তাফিজকে প্রভাবিত করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কখনো স্ত্রীর সঙ্গে ছবি দিচ্ছেন, কখনো তাঁকে দেখা যাচ্ছে সিলেটে বিপিএল খেলার ফাঁকে প্রকৃতি উপভোগ করতে। মোস্তাফিজ আসলে কেমন? এ নিয়ে কৌতূহল আছে অনেকের।
রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার বলেন, “মোস্তাফিজ দারুণ পেশাদার, দলের জন্য নিবেদিত এবং খুবই ভদ্র। বোলার হিসেবে তার মান বিশ্বমানের। ওকে ম্যানেজ করতে কোনো সমস্যা হয় না; প্রতিদিন মাঠে গিয়ে সে তার সেরাটা দেয়।”
বিপিএলে ৫ ম্যাচে ৬.৯৮ গড়ে ওভারপ্রতি রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ডেথ বোলিংয়ে রংপুরের নিয়মিত ভরসাও তিনি। আর্থার আরও জানান, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ভালো চুক্তি বাতিল হওয়ায় হতাশা স্বাভাবিক, তবে তাদের মধ্যে বোঝাপড়া আছে এবং মোস্তাফিজ মাঠে সর্বোচ্চ দিতে চলেছেন।
প্রদা/ডিও





