রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দুপুরে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
সনাতন চক্রবর্তী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম যে, একটা চক্র আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আগামীকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সনাতন চক্রবর্তী আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুজন স্বীকার করেছেন যে, ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি। আমরা এটা নিশ্চিত হয়েছি যে, এই ধরণের চক্রের সঙ্গে আসলে এক-দুইজন জড়িত না, এর সঙ্গে বেশ কয়েকজন জড়িত থাকে এবং পুরো যে চক্রটা আছে এই চক্রটাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আশা করছি যে, আজকের দিনের মধ্যেই আমরা এই চক্রটাকে শনাক্ত করতে পারবো।
প্রদা/ডিও






