গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের মোগড়খাল এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তি হলেন এনসিপির মহানগর কমিটির সদস্য হাবিব চৌধুরী।
হাবিব চৌধুরী জানান, তিনি তার ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। সকালেও দুজন ব্যক্তি মোটরসাইকেল দেখার জন্য তার বাড়িতে আসেন। তারা মোটরসাইকেলটি পর্যবেক্ষণ করার পর একজন আগ্নেয়াস্ত্র বের করে এক রাউন্ড গুলি ছুড়ে, তবে গুলি হাবিবের শরীরে লাগেনি। পরে তারা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। হাবিব বলেছেন, তিনি এই ঘটনায় আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান ঘটানাটি পরিকল্পিত আখ্যা দিয়ে বলেন, হাবিবকে একইভাবে গুলি করার চেষ্টা করা হয়েছে যেমন শહીদ হাদির ঘটনায় হয়েছিল। তিনি দ্রুত হত্যাকারী ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান চলছে।
প্রদা/ডিও





