চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে প্রথমে রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করেন ডা. জুবাইদা রহমান। এর প্রায় ১০ মিনিট পর তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুও হাসপাতালে পৌঁছান। এদিন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলামও তার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান।
এরপর রাত প্রায় ১১টার দিকে হাসপাতালে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পরপরই তিনি অসুস্থ মায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন।
খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। তার মধ্যে লিভার ও কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং বিভিন্ন ধরনের সংক্রমণজনিত সমস্যা রয়েছে।
তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার শারীরিক অবস্থায় একাধিক জটিলতা ধরা পড়েছে।
শ্বাসকষ্ট বৃদ্ধি, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে বিশেষ চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ফুসফুসসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
প্রদা/ডিও