রোববার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এসব কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. যে বা যারা ওসমান হাদিকে খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা খুনের সহায়তা করেছে, আগামী ২৪ দিনের মধ্যে তাদের বিচার করতে হবে।
৩. খুনি হাসিনাসহ যারা বাংলাদেশে ১৭ বছর ঘুম ও খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের যদি ফেরত দেওয়া না হয়, তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে নালিশ জানাতে হবে। যারা বাংলাদেশের শত্রু, আমরা কোনোভাবেই তাদের ভারতে আশ্রয় দেওয়ার পক্ষে নই। যদি তাদের আশ্রয় দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।
জাবের এ সময় কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলোজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোর হবে।






