ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশের সব বিভাগীয় নগরীতে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এ ঘোষণা দিয়ে বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। খবর বিডিনিউজের।
একই দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দুইদিন ধরে এবং চট্টগ্রাম নগরীর নিউ মার্কেটে শনিবার দুপুরের পর থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার রাতেও শাহবাগের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে মঞ্চ থেকে। রাতে অবরোধ স্থলে এসেছিলেন বন ও পরিবেশ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
একই দাবিতে আজ রবিবার চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে পটিয়া শান্তিরহাট পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শাহবাগে দিনভর আন্দোলনকারীদের ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘বাংলাদেশের আজাদী, ওসমান হাদি’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ এর মত স্লোগান দিতে শোনা যায়।
প্রদা/ডিও






