গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়।
প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।
পরে আজ রাত সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জানান, ‘হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’।
প্রেস উইং আরও জানিয়েছে, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
এর আগে আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় হাদির শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল বলে জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।
তিনি বলেছিলেন, ‘আমরা জানতে পেরেছি তার চিকিৎসা সিঙ্গাপুর জেনেরেল হাসপাতালে চলবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্টই চলবে। প্রতিদিন তার ইনভেস্টিগেশন করা হবে। তার অবস্থা ক্রিটিক্যাল ও স্ট্যাটিক আছে।’
তিনি আরও বলেছিলেন, ‘আজকেও হাদির সিটি স্ক্যান করা হয়েছে। তার ব্রেনের যে স্কেমিয়া ছিল, সেটি কিছুটা বেড়েছে। হার্ট, লাংস, কিডনি ভেন্টিলেশন সাপোর্টে ফাংশন করছে। ইউরিন আউটপুট আগের মতোই সাপোর্টের মাধ্যমে হচ্ছে।’
ডা. আহাদ বলেন, ‘হাদির ব্রেনের মধ্যে গুলির ছোট অংশ রয়ে গেছে, সেটার জন্য নতুন করে অপারেশন লাগবে কি না বা সেই অপারেশনের জন্য তাকে যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না; সে বিষয়ে আলোচনা চলছে।’
তিনি বলেন, ‘আমরা বলতে চাই তার যে জায়গায় গুলির অংশটা রয়েছে, সেটি অপারেশন করলে নতুন করে ডেভলভমেন্ট হবে, সেটি এখনও বলা যায়। এছাড়া তার শরীর জার্নির ধকল নিতে পারবে কি না সে বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবে এবং তার পরিবারের ইচ্ছের একটা বিষয় আছে।’
শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তাঁর ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।
প্রদা/ডিও







