শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে দলের পক্ষ থেকে ৭ ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ বলা হলেও রাতে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তা আরও পেছানো হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ এখনো জানানো হয়নি।
এদিকে শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের লন্ডন যাওয়ার বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স।
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য গত শুক্রবার সকালে দেশে এসেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।






