রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তার পাকস্থলির (ইস্টোমার) অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এছাড়া সন্ধ্যার পর তার একটি ছোট অপারেশনও সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মেডিকেল বোর্ডের পরামর্শে অত্যন্ত সতর্কতার সঙ্গে এ এন্ডোস্কপি করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
মেডিকেল বোর্ডের একজন সদস্য সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়েছে। প্রক্রিয়াটি সফল হয়েছে এবং এর মাধ্যমে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। পুরো প্রক্রিয়াটি পর্যাপ্ত সতর্কতার সঙ্গেই সম্পন্ন করেছেন বিশেষজ্ঞরা।
এদিকে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বিকেলে এন্ডোস্কপির পর সন্ধ্যার দিকে খালেদা জিয়ার আরেকটি মাইনর অপারেশন বা ছোট অস্ত্রোপচার করা হয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেন।
সূত্রটি আরও জানায়, খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা এবং শারীরিক অবস্থার পর্যালোচনায় রাতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
প্রদা/ডিও