চট্টগ্রামের হাটহাজারী থানার মির্জাপুর সরকারহাট এলাকা থেকে অপহৃত মোঃ নাজিম উদ্দিন (২৩)–কে উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় সংঘবদ্ধ অপহরণ চক্রের দুই সদস্য মোঃ আজম (৪৯) ও আবু সামা (২৪)–কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, নোয়াখালীর সেনবাগের বাসিন্দা নাজিম উদ্দিন কাজের সূত্রে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বাস করছিলেন। ৩০ নভেম্বর মাইজভান্ডার দরবার শরীফ থেকে ফেরার পথে গভীর রাতে হাটহাজারীর মির্জাপুর সরকারহাট এলাকায় সিএনজির ত্রুটির কারণে তিনি অন্য একটি সিএনজিতে ওঠেন। সেই সুযোগে মোঃ আজম ও তার সহযোগীরা নাজিমকে জোরপূর্বক নামিয়ে একটি ক্লাবে নিয়ে শারীরিক নির্যাতন চালায় এবং তার স্ত্রীর ইমুতে কল করে ৩ লাখ ৬৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর ভিকটিমের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র্যাব-৭–এর কাছে স্বামীকে উদ্ধারে সহায়তা চান। আবেদনটি গুরুত্ব সহকারে নিয়ে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
৩ ডিসেম্বর সকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-৭ নজুমিয়ার হাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা টয়োটা গাড়ি থেকে নাজিমকে উদ্ধার এবং অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD