বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই মুহূর্তে আমাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিই মুখ্য বিষয়; অন্য কিছু নয়।
তিনি বলেছেন, তিনি (খালেদা জিয়া) বহু ত্যাগ স্বীকার করে ও নানা নির্যাতন সহ্য করে দেশবাসীকে ভালোবেসেছেন এবং তাদের জন্যই দেশে থেকেছেন। কোনো পরিস্থিতিই তাকে বিচলিত করতে পারেনি।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে রিজভী বলেন, তারেক রহমানের ফেরার বিষয়টি একটি পারিবারিক বিষয়। তার মা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি এটা নিয়ে ভাববেন না আর অন্য কিছু নিয়ে ভাববেন- এটা পারিবারিক বিষয়।
খালেদা জিয়ার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, শুধু সারা দেশ নয়—সারা বিশ্ব থেকে তার রোগমুক্তি কামনা করা হচ্ছে। এটি প্রমাণ করে যে নেতা-নেত্রী মানুষকে ভালোবাসলে মানুষও তাকে কখনও ভোলে না।
তিনি বলেন, তাকে সরানোর বহু চেষ্টা করা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে পরিত্যক্ত কারাগারে ফেলা হয়েছে। নানা নিপীড়ন–নির্যাতন করা হয়েছে, বৈশ্বিক চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তিনি আত্মসমর্পণ করেন। কিন্তু দেশনেত্রীর সাহস, অঙ্গীকার ও মানুষের প্রতি ভালোবাসার কারণে কোনো নির্যাতনই তাকে টলাতে পারেনি।
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নে রুহুল কবির রিজভী আরও বলেন, বড় ধরনের কোনো সংকট বা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি না হলে সরকার যে নির্ধারিত সময়ের কথা বলেছে—রমজানের পূর্বে নির্বাচন, সে লক্ষ্যেই বিএনপি অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। ফেব্রুয়ারির আগেই নির্বাচনের জন্য বিএনপির সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
প্রদা/ডিও





