দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় আমীর খসরু বলেন, ‘বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। এ ক্ষেত্রে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতার অভাব যে বাস্তবতা সৃষ্টি করে, নুরের ঘটনাই তার প্রমাণ।’
তিনি আরও বলেন, ‘সব জায়গায় ঐকমত্য হবে না—এটাই স্বাভাবিক। কিছু দাবি থাকতেই পারে। তবে শেষ পর্যন্ত জনগণের কাছেই যেতে হবে।’
প্রদা/ডিও
	    	
                                
		    





