স্বাস্থ্যসেবায় বেসরকারি খাত অভূতপূর্ব অবদান রেখে চলেছে। এ খাতে যারা কাজ করছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান এবং যারা পরিচালনা করছেন, সবাইকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে।
স্বাস্থ্যসেবায় বেসরকারি খাত অভূতপূর্ব অবদান রেখে চলেছে। এ খাতে যারা কাজ করছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান এবং যারা পরিচালনা করছেন, সবাইকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। বেসরকারি খাতকে নিয়ন্ত্রণ করতে হবে এমন কথা উঠেছে। এগুলো অপমানজনক। বেসরকারি খাত যে অভূতপূর্ব অবদান রাখছে, তার জন্য প্রাপ্য সম্মানটুকু না দিলে দেশ এগোবে না। ৬৭ বছর ধরে এ খাতে কাজ করছি। কেউ যদি মনে করেন, স্বাস্থ্য খাতের অগ্রগতি কয়েক দিনে অর্জিত হয়েছে তাহলে তিনি ভুল করছেন। কয়েকজনের অবদানে দেশ এ জায়গায় আসেনি। এ দেশের জনগণ, স্বাস্থ্য খাতে যারা কাজ করেন—চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান সবার অবদান রয়েছে। আমরা আগেও কাজ করেছি। এখনো করছি। কয়েক মাস পর নির্বাচিত সরকার আসবে। তখনো আমরা কাজ করব।
প্রদা/ডিও