রাজধানীর মাছের বাজারে গত সপ্তাহে সরবরাহ কম থাকলেও আজ বেড়েছে। বাজারে ছোট-বড় কম বেশি বিভিন্ন প্রজাতির মাছ দেখা গেছে। সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম। তবে বড় আকারের মাছের দাম তুলনামূলক বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ছোট রুই আর পাবদা মাছের দাম কিছুটা কম হওয়ায় সাধারণ ক্রেতারা এই মাছের দিকে বেশি ঝুঁকছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর পলাশী কাঁচাবাজার মাছের মার্কেট ও নিউমার্কেটের মাছ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। তবে বড় মাছের দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছেন। বেশিরভাগ ক্রেতার সঙ্গে কথা বলে বাজারে থাকা ছোট আকারের মাছ কেনার প্রতি আগ্রহ বেশি দেখা গেছে।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় বাজারে মাছ সরবরাহ বেশি, তাই দাম কিছুটা কমেছে। ক্রেতারাও গত সপ্তাহের তুলনায় বেশি পাচ্ছেন। তবে বড় মাছের প্রতি আগ্রহ কিছুটা কম বলে জানিয়েছেন তারা।
বাজার ঘুরে দেখা যায়, দেশি কই ৪০০ টাকা কেজি, শিং ৭০০ টাকা কেজি, ছোট রুই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের পাঙাশ প্রতি কেজি ২৫০ টাকা আর বড় আকারের পাঙাশ (৫ থেকে ৬ কেজি) ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৫ থেকে ৮ কেজি ওজনের কাতল প্রতি কেজি ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা এবং ১০ থেকে ১১ কেজির কাতল ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এছাড়া ছোট চিংড়ি প্রতি কেজি ৪০০ টাকা, ফলই ৪০০ টাকা কেজি, পাবদা ৪০০ টাকা, ছোট তেলাপিয়া মাছ ২০০ টাকা আর বড় তেলাপিয়া ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে পলাশী কাঁচাবাজার মাছের মার্কেট ও নিউমার্কেটের মাছ বাজারে দামের ক্ষেত্রে তেমন একটা তারতম্য দেখা যায়নি। বিভিন্ন প্রকার মাছ ভেদে ১০ থেকে ২০ টাকা কমবেশি হতে দেখা গেছে।
তবে সকালে বৃষ্টি হলেও বাজারে ক্রেতার উপস্থিতি বেশি দেখা গেছে।







